• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ ২৭ জুলাই


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জুলাই ১৪, ২০১৮, ০৩:০৭ পিএম
শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ ২৭ জুলাই

ঢাকা : চলতি মাসেই শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বলে জানা গেছে।  পূর্ণ চন্দ্রগ্রহণের বিষয়টি জানিয়েছে ‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস’(এমওইস)।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে আরো জানা গেছে, চলতি মাসের ২৭ তারিখ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে।

শনিবার (১৪ জুলাই) সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১২টা নাগাদ গ্রহণ শুরু হলেও পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে রাত ১টার দিকে। তার পরে প্রায় ২ ঘণ্টা ৪৩ মিনিট পর থেকে আবারও মুখ দেখাতে শুরু করবে চাঁদ।

জুলাইয়ের ২৭-২৮ তারিখ, পৃথিবী থেকে তার সাধারণ দূরত্বের তুলনায়, অনেকটাই দূরে থাকবে চাঁদ। এবং তার গতিও হবে ধীর।

এর আগে, দীর্ঘতম চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। সময় ছিল ১ ঘণ্টা ৪৬ মিনিট। এই শতাব্দীতে এর আগে এমন লম্বা পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০১১ সালের ১৫ জুন। সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!