• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শনিবারও কিছু এলাকায় ব্যাংকে লেনদেন করা যাবে


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০১৭, ০৩:২৮ পিএম
শনিবারও কিছু এলাকায় ব্যাংকে লেনদেন করা যাবে

ঢাকা: আগামীকাল শনিবার(২৪ জুন) ছুটির দিনেও ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর ও বৃহৎ শপিং মার্কেট এলাকার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই ব্যাংক পরিচালনা করার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার(২২ জুন) সকল ব্যাংক নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে দেয়া এক নির্দেশে পোশাকশিল্প এলাকার ব্যাংকের শাখাগুলো ২৩ ও ২৪ জুন খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সহজলভ্য করতে ২৪ জুন সকল বাণিজ্যিক ব্যাংকের বৈদেশি বাণিজ্য শাখা খোলা রাখার সিন্ধান্ত দেয়া হয়। 

অপর এক সার্কুলারে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে সব কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনের কাছের তফসিলি ব্যাংকের শাখা শুক্রবার, শনিবার এবং রোববার তিনদিনই খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোনালীনিউজ/ঢাকা/তালেব

Wordbridge School
Link copied!