• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শপথ নিলেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩০, ২০১৮, ০৬:৪২ পিএম
শপথ নিলেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট

নতুন প্রেসিডেন্ট উ উইন মিয়ন্ত

ঢাকা: মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন উ উইন মিয়ন্ত (৬৬)। শুক্রবার (৩০ মার্চ) তিনি এ শপথ নেন।
 
উ উইন মিয়ন্ত অং সাং ‍সূচির খুব অনুগত হিসেবে পরিচিত। তাকে দেশে শান্তি, আইনের শাসন ও সংহতি প্রতিষ্ঠার জন্য নিয়োগ দেয়া হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার আগে উইন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে শুক্রবার শপথ নেন তিনি।
 
এদিন প্রেসিডেন্ট ছাড়াও দুজন ভাইস প্রেসিডেন্টও একইসঙ্গে শপথ নিয়েছে। যার মধ্যে প্রথম ভাইস প্রেসিডেন্ট উ মিয়ন্ত সোয়ি; যিনি সেনাবাহিনী কর্তৃক মনোনীত। আর নির্বাচিত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট উ হেনরি ভান থিয়ো, পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রতিনিধি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!