• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘শপথ ভঙ্গ করেছেন প্রধান বিচারপতি’


আদালত প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৭, ০৮:২৭ পিএম
‘শপথ ভঙ্গ করেছেন প্রধান বিচারপতি’

ঢাকা: আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের দুর্নীতির অনুসন্ধান বন্ধের চিঠি দেয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার শপথ ভঙ্গ হয়েছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি এসকে সিনহা অনুরাগের বশবর্তী হয়ে চিঠি দিয়েছেন। এতে তার শপথ ভঙ্গ হয়েছে। প্রধান বিচারপতির এ কাজে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও উল্লেখ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, কিছু অপরাধ আছে যেগুলো তাৎক্ষণিকভাবে সুরাহা হওয়া উচিত। যেমন একজন আরেকজনকে খুন করলে সে বলতে পারে না, সে সাংবিধানিক পদে আছে। তাকে কিছু করা যাবে না।

তিনি বলেন, মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অপরাধ যদি কেউ করেন তিনি সাংবিধানিক পদে থাকলেও তার বিরুদ্ধে তদন্ত চলতে বাধা নেই বলে আমি মনে করি।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!