• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শব্দসীমা বাড়াচ্ছে টুইটার


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০১৭, ১০:৪৫ এএম
শব্দসীমা বাড়াচ্ছে টুইটার

ঢাকা: ১৪০ থেকে টুইটের ক্যারেক্টার সংখ্যা ২৮০ করার একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। ব্যবহারকারীরা যাতে আরও ভালোভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারেন, সেই উদ্দেশ্যেই টুইট ২৮০ ক্যারেক্টারে করার এই পরীক্ষামূলক প্রয়াস হাতে নিয়েছে টুইটার।

এক ব্লগ পোস্টে টুইটার বলছে, তাদের এখনকার শব্দসীমা অনেক ব্যবহারকারীই পছন্দ করছেন না। বেশ কিছুদিন ধরেই টুইটারের জনপ্রিয়তা নতুন করে বাড়ছে না। শব্দসীমা বাড়ানোর পদক্ষেপকে অনেকেই মনে করছেন টুইটারের জনপ্রিয়তা বাড়ানোর নতুন কৌশল হিসেবে।

টুইটারের পণ্য ব্যবস্থাপক আলিজা রোজেন লিখেছেন, ‘আপনার সবল চিন্তা ১৪০ ক্যারেক্টারের টুইটে আঁটানোর চেষ্টা খুবই যন্ত্রণাদায়ক। আমরা সবাই এর মধ্য দিয়ে গিয়েছি।’

তিনি আরও লিখেন, ‘আমরা বুঝি যে, আপনাদের মধ্যে যারা এতদিন ১৪০ ক্যারেক্টারে লিখে অভ্যস্ত হয়ে গেছেন, তাদের জন্য এটা ছাড়াটা একটি আবেগময় অভিজ্ঞতা হবে। তবে আমরা এই নতুন পদ্ধতিটি পরীক্ষা করেছি এবং এর শক্তি দেখে এর প্রেমে পড়ে গেছি।’

টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোজারি নতুন এই শব্দসীমা ব্যবহার করে প্রথম টুইট করেছেন। সেখানে তিনি একে ‘ছোট পরিবর্তন কিন্তু বিরাট পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!