• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শরণখোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০২:৫৫ পিএম
শরণখোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

বাগেরহাট : জাটকা ধরে করবো না শেষ, হাসবে জেলে বাঁচবে দেশ, এই স্লোগানের মধ্য দিয়ে নানা আয়োজনে বাগেরহাটের শরণখোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শরণখোলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়ের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. কামাল উদ্দিন আকন, বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধরী, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম, রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান মিলন, মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, শরণখোলা উপজেলার খাদ্য কর্মকর্তা দেব দূত রায় এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই। বক্তব্য রাখেন, মৎস্য ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম কালামসহ স্থানীয় একাধিক মৎস্যজীবী।

পরে উপজেলার চার ইউনিয়নের কয়েক শ জেলেদেরকে নিয়ে সড়ক ও নৌ র‌্যালির আয়োজন করে মৎস্য বিভাগ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!