• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে ছয় দোকান ভষ্মীভূত


শরীয়তপুর প্রতিনিধি ডিসেম্বর ২, ২০১৬, ১২:৪৭ পিএম
শরীয়তপুরে ছয় দোকান ভষ্মীভূত

শরীয়তপুর: জেলার রাজগঞ্জ ব্রিজসংলগ্ন পালং বাজারে আরএফএল ডোরের দোকানসহ ছয়টি দোকান ভষ্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- তুলি ফার্নিচার অ্যান্ড স্টিল, আরএফএল ডোর, আরিয়ান এন্টারপ্রাইজ, খান স্টিল-১, খান স্টিল-২ ও খান হার্ডওয়ার।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত। কেউ না থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। শরীয়তপুর-মাদারীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে ছয়টি দোকান পুড়ে যায়।

তুলি ফার্নিচার অ্যান্ড স্টিল মালিক মো. হাকিম মাদবর বলেন, তার দোকানের নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার ফার্নিচার পুড়ে গেছে। শরীয়তপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!