• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শর্ট বলে ভীত নন মুমিনুল


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৭, ১২:১৫ পিএম
শর্ট বলে ভীত নন মুমিনুল

ঢাকা: দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বাংলাদেশের জন্য কঠিন হবে এটা জানা কথাই। শর্ট বল খেলার চ্যালেঞ্জও থাকবে। তবে এটা নিয়ে চিন্তার কিছু দেখছেন না মুমিনুল হক।

পেসবান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে এক নাগারে শর্ট বল করা হবে এটা দক্ষিণ আফ্রিকান বোলারদের পুরনো কৌশল। প্রস্তুতি ম্যাচেও ব্যাটসম্যানদের দিকে একের পর এক ধেয়ে এল শর্ট বল। তারপরও বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ব্যাটিং খারাপ করেনি। দ্বিতীয় সেশনে ১৩ বলের মধ্যে চার উইকেট হারানো ছাড়া মোটামুটি ভালোভাবেই পেস বোলারদের সামলেছে মুশফিকুর রহিমের দল।

অধিনায়ক মুশফিকুর ফিফটি করেছেন। অপরাজিত ফিফটি করেছেন সাব্বির রহমান। টেস্ট দলে নিজের জায়গা বাঁচাতে লড়াই করা মুমিনুলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস।

প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুমিনুলের কণ্ঠে শর্ট বল খেলা নিয়ে আত্মবিশ্বাসই ঝরে পড়ল, ‘ শর্ট বল চ্যালেঞ্জ হতে যাচ্ছে কী না? আপনি যদি মনে করেন চ্যালেঞ্জ, তাহলে চ্যালেঞ্জ। আর যদি মনে করেন চ্যালেঞ্জ না, তাহলে চ্যালেঞ্জ হবে না। আর এটা কন্ডিশনের ওপর নির্ভর করছে, কেমন হবে।’

মুমিনুল জানাচ্ছেন, তাঁর কাছে শর্ট বল ভীতি জাগানিয়া মনে হয়নি, ‘আমার কাছে তেমন কিছু মনে হয়নি। আমার মনে হয়, আমাদের দলের সবাই শর্ট বল সামলাতে পারে। কেউ ভালো খেলে, কেউ দেখেশুনে ঠিকঠাক ছাড়তে পারে।’
প্রস্তুতি রান পাওয়ায় বেশ খুশি মুমিনুল। তবে নিজের ইনিংসটাকে আরও বড় না করার আক্ষেপ রয়েছে তাঁর,‘ ইচ্ছা ছিল দ্বিতীয় নতুন বলটা খেলার। সেটা করতে পারলে হয়ত ভালো হতো।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!