• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শর্ত পূরণে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক মে ১৫, ২০১৭, ০৮:০৪ পিএম
শর্ত পূরণে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: শর্ত পূরণে ব্যর্থ হওয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সঠিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে না পারলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৫ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা অধিক মুনাফার চিন্তা নিয়ে কাজ করছে, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি, একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন- এটা সম্পর্ণূ নিয়ম বহির্ভূত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে জনগণের আর্থ সামাজিক বিষয় বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি কমানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নারী শিক্ষায় আমাদের অর্জন যুগান্তকারী। সার্কভূক্ত দেশেগুলো মধ্যে আমরা সব থেকে এগিয়ে আছি। তবে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ২০০৯ থেকে ২০১৫ সালে বিভিন্ন অনুষদের উত্তীর্ণ হওয়া ১৪ হাজার ৫শ ২৬ জনকে সনদ প্রদাণ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!