• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শর্তসাপেক্ষে ছাত্রলীগ নেতা রনির জামিন


আদালত প্রতিবেদক জুন ৮, ২০১৮, ০৩:৪৫ পিএম
শর্তসাপেক্ষে ছাত্রলীগ নেতা রনির জামিন

ঢাকা : শর্তসাপেক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত এ জামিন দেন।

রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানান, প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরার শর্তে ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় নুরুল আজিম রনিকে জামিন দিয়েছেন আদালত।

গত ৪ মে চাঁদাবাজির এক মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে রনিকে কারাহাজতে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রামে ছাত্রলীগের রাজনীতিতে নুরুল আজিম রনি মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

গত ৩১ মার্চ নগরীর চকবাজার এলাকায় এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিজ্ঞান কলেজের আদায় করা অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত দিতে তাদের আন্দোলনে অংশ নেন নুরুল আজিম রনি।

ওই দিন বিজ্ঞান কলেজে অভিভাবক ও শিক্ষার্থীদের অবস্থানের মধ্যেই ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ জাহেদ খান বাড়তি পাঁচ হাজার টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং যারা এই বাড়তি অর্থ দেয়নি তাদের পরীক্ষার প্রবেশপত্র না দেওয়ার ঘোষণা দেন। এ সময় অধ্যক্ষের কক্ষে ঢুকে জাহেদ খানকে চড় মারেন রনি।

পরে তিনি এক বিবৃতিতে এ জন্য দুঃখ প্রকাশ করেন। তবে ৩১ মার্চের রাতেই নগরীর চকবাজার থানায় বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তিনি। এরপর ৪ এপ্রিল রাতে একই থানায় রনির বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন জাহেদ খান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!