• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহর থেকে বাড়ি গিয়ে নির্যাতন, অবশেষে....


নওগাঁ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৬:৪০ পিএম
শহর থেকে বাড়ি গিয়ে নির্যাতন, অবশেষে....

প্রতীকী ছবি

নওগাঁ: জীবিকার তাগিদে শহরে এসে রিকশা চালাতেন। মাঝে মাঝে বাড়ি যেতেন। গিয়ে শুরু করতেন স্ত্রীকে নির্যাতন। অবশেষে ঘাতক স্বামী আব্দুর রহমানের ছুরিকাঘাতে মারা গেলেন স্ত্রী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এমনই একটি ঘটনা ঘটেছে নওগাঁর ধামইরহাটের উমার ইউনিয়নের দৌলতপুর গ্রামে। পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে পারভীন সুলতানা (৩৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে আব্দুর রহমান ঢাকায় রিকশা চালানো শুরু করেন। মাঝে মাঝে বাড়িতে আসতেন তিনি এবং এসেই স্ত্রীকে নির্যাতন করতেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী যাতে চিৎকার করতে না পারে সেজন্য মুখে কাপড় বেঁধে তার পিঠে ছুরিকাঘাত করে আব্দুর রহমান।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম বলেন, বুধবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!