• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শহিদুলকে নির্যাতন করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট


আদালত প্রতিবেদক আগস্ট ৯, ২০১৮, ০৪:৫০ পিএম
শহিদুলকে নির্যাতন করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট

ঢাকা: আলোকচিত্রী শহিদুল আলমকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ এর ২ (৬) অনুযায়ী তাকে নির্যাতন করা হয়েছে কিনা এ বিষয়ে প্রতিবেদন চেয়েছেন। আগামী সোমবার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

আদালতে আলোকচিত্রী শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

বাংলাদেশের ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন শহিদুল আলম।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!