• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শহীদের আক্ষেপ, শহীদের লক্ষ্য


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৪, ২০১৬, ০৮:১০ পিএম
শহীদের আক্ষেপ, শহীদের লক্ষ্য

ঢাকা : এবারের বিপিএল যেন হয়ে উঠেছে দেশীয় ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ। আগের আসরগুলোতে দেখা গেছে বিদেশীদের দাপট। এবার সেই কাজটি করছে দেশের ক্রিকেটাররা। সেটা ব্যাটিং কিংবা বোলিং দুজায়গাতেই সফল স্থানীয় ক্রিকেটাররা। এই যেমন মোহাম্মদ শহীদের কথাই ধরা যাক। তাকে বিবেচনা করা হতো শুধু টেস্ট বোলার হিসেবে। কিন্তু শহীদ যে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেও সমান কার্যকর এরইমাঝে তার প্রমাণও দিয়েছেন।

বিপিএলের অর্ধেক শেষ। ৭ ম্যাচে ওভার প্রতি ১২.৯২ গড়ে রান দিয়ে শহীদ তুলে নিয়েছেন ১৪ উইকেট। তার মতো আফগানিস্তানের মোহাম্মদ নবীও ১৪ উইকেট তুলে  নিয়েছেন। তবে তিনি শহীদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন।

বিপিএলে নিজের একটা লক্ষ্য ঠিক করে এগোচ্ছেন শহীদ। বাকি ম্যাচগুলোতে আরো ভালো করে উইকেট সংখ্যা নিয়ে যেতে চান ত্রিশের কোটায়। সে কথা অকপটে সাংবাদিকদের জানিয়েও দিয়েছেন শহীদ,‘ এবার ২৫-৩০টি উইকেট নিতে চাই। চেষ্টা করবো এই লক্ষ্য পূরণ করার।’

শহীদের বলে ফিল্ডারদের হাত  গলে বেরিয়ে গেছে চারটি সহজ ক্যাচ। তা না হলে তার নামের পাশে ১৮টি উইকেট লেখা থাকতো। এ নিয়ে আক্ষেপ আছে শহীদেরও,‘ ক্যাচগুলো নিতে পারলে ১৮ উইকেট হতো। সাত ম্যাচ খেলে ১৮ উইকেট পাওয়া অনেক। এখন আর এটা নিয়ে ভাবছি না। সামনে যে ম্যাচগুলো আছে তা নিয়েই ভাবছি।’

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে ঢাকা ডায়নামাইটস। শহীদ জানালেন, আগের ভুলের পুনরাবৃত্তি তারা আর করতে চান না,‘ আমরা একই ভুল বারবার করতে চাই না। ওই ভুলগুলো থেকে আমরা নিজেদের ঠিক করে নিতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!