• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাইনপুকুরে থাকবেন না মাশরাফি?


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২০, ২০১৮, ০৯:৩৭ পিএম
শাইনপুকুরে থাকবেন না মাশরাফি?

ফাইল ছবি

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে ১২ ‘আইকন’ খেলোয়াড়ের ‘প্লেয়ার বাই চয়েজ’ হয়ে গেল শনিবার (২০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে। তাতে প্রথম ডাকার সুযোগ পেয়েছিল নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর তাতেই দলটি লুফে নিয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। কিন্তু কথা হলো তিনি কী শাইনপুকুরে থাকবেন?

গত বছর প্রথম বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ক্রিকেটে সুযোগ পায় শাইনপুকুর। তারুণ্যনির্ভর আর অনভিজ্ঞ এই দলটির এবার ‘আইকন’ মাশরাফি। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক শাইনপুকুরে থাকবেন না। তিনি চলে যাবেন আবাহনীতে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) জানিয়েছে, নিয়ম অনুযায়ী মাশরাফির দল বদলে কোনও বাধা নেই।

সিসিডিএমের নিয়ম অনুযায়ী লিগ শুরুর আগ পর্যন্ত খেলোয়াড় ও ক্লাবের সমঝোতায় কোন দল একজনকে ছাড়তে পারার পাশাপাশি আবার দুজনকে নিতে পারে। আবাহনী ও শাইনপুকুর দুটিই বেক্সিমকো ফার্মার মালিকানাধীন। তাই সমঝোতা করলে মাশরাফির দলবদল কঠিন কিছু নয়। শেষ পর্যন্ত এটি হতেও পারে।

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!