• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  অক্টোবর ৭, ২০১৬, ০৬:৫৬ পিএম
শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। নরওয়ের নোবেল কমিটি চলতি বছরের শান্তিতে পুরস্কার হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের নাম ঘোষণা করেছেন।

কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে দেয়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি। 

চার বছরের আলোচনার পর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে শান্তি চুক্তির প্রশংসা করেছে নোবেল কমিটি। অবশ্য কলম্বিয়া সরকারের করা ওই শান্তি চুক্তি সম্প্রতি গণভোটে প্রত‌্যাখ‌্যাত হয়েছে।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তিনি।

নোবেল কমিটির চেয়ারপারসন কেসি কুলমান ফাইভ বলেছেন, ‘দেশের ৫০ বছরের বেশি গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ নেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসকে ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!