• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শামশাম তাজিলের কবিতা


সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক জুন ১১, ২০১৬, ০৮:১৬ পিএম
শামশাম তাজিলের কবিতা

খন্ডিত তিরোধান


অনিবার্য সংশয় ছেড়ে করাল মুক্তির পথে,
সংকীর্ণ স্বপ্নের মুখে বিস্তীর্ণ আগ্রাসী অক্টোপাস
উদ্বৃত্ত দ্রাক্ষা লোটে নপুংশক কাম,
পেলাম বটে বিক্ষত ক্লেদাক্ত তৃষা!

চৌষট্টিরূপ আদিম ছলাকলার লীলা,
অনুভূতিহীন; কে যেন অন্ধ করেছে আমার চোখ।
তবু জ্বলন্ত শিখায় প্রার্থনা সিদ্ধ হোক!

শ্বাস
যদি কোন পৌষের বিকেলে নেমে আসে গোধূলী
অকাল বৃষ্টির প্রমত্ত হাওয়ায়,
তবে ঢেকে দিওনা খোলা বাতায়ন-
কেননা তোমার চিবুক ছোঁবে
আমার পাঠানো ফুসফুসের শ্বাস!


হয়ত বা কোনদিন


একা পথে হেঁটে যাই,
সাথী সাথে কেউ নাই
শুধু কিছু ধূলি পাই
পথের 'পরে

দাঁড় বাই উজানে
তীর-ছবি মন টানে
ভাবনারা বাজে প্রাণে
কোমল স্বরে।

আকাশেতে কালোমেঘ
তারি ফাঁকে আলো-রেখ
প্রাণে বাজে গীত এক
অজানা সুরে,

ঝরা পাতা, বালুময়
নেইপথ-পরিচয়
তবু যাবো নেই ভয়
অনেক দূরে !

দূর দিঠি ডেকে যায়
বলে শুধু, হেথা আয়
হেঁটে চলি পায় পায়
সুদূর পুরে,

হেঁটে চলি যতি হীন
হয়ত বা কোনদিন
বাজবে সুখের বীণ
হৃদয় জুড়ে !


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!