• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাম্মী আখতারের বিখ্যাত যত গান (ভিডিও)


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৮, ০৫:৪৭ পিএম
শাম্মী আখতারের বিখ্যাত যত গান (ভিডিও)

কণ্ঠশিল্পী শাম্মী আখতার

ঢাকা: চলচ্চিত্রে প্রায় তিনশ গান গেয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী শাম্মী আখতার। চলচ্চিত্রের গানে তার যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্যদিয়ে। 

এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুর ও সংগীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে।

এরপর এ শিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে  ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’,

 

 ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ইত্যাদি।

কিংবদন্তি এই কণ্ঠশিল্পী টানা ৫ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে না ফেরার দেশে চলে গেছেন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!