• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজদিখানে বস্ত্র বিতরণ


মুন্সীগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৩:২৫ পিএম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজদিখানে বস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজদিখানে ২০০ অসহায় হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মালখানগর গ্রামে রাইজিং স্টার সোশ্যাল ক্লাবের আয়োজনে সংগঠনের কার্যালয় থেকে এ বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান থানা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শরিফ হকের সভাপতিত্বে ও মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কালের ছবির সম্পাদক আনমনা আনোয়ার, সিরাজদিখান প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক সিরাজদিখান থানা পুজা উদযাপন পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক নব কিশোর মজুমদার, মালখানগর পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি ভজন দাস প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!