• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা


নীলফামারী প্রতিনিধি জুন ৩, ২০১৭, ০৩:২১ পিএম
শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা

নীলফামারী: জেলার কিশোরগঞ্জ উপজেলায় ফারহানা বেগম (২০) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী মাজেদুল ইসলামের বিরুদ্ধে।

শনিবার (৩ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের মুশা মোতাপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারহানা ওই ইউনিয়নের মুশা নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুইবছর আগে মাজেদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ফারহানা বেগমের। এরপর থেকেই মাজেদুল ইসলাম একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে ফারহানা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

সকালে এ বিষয় নিয়ে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হলে মাজেদুল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ফারহানাকে হত্যা করে বলেও দাবি স্থানীয়দের।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ সোনালীনিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারহানা বেগমের লাশ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে মেয়েটির স্বামী পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!