• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাস্তি পেলেন ঢাকা অধিনায়ক সাকিব


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৬, ০২:৩৮ পিএম
শাস্তি পেলেন ঢাকা অধিনায়ক সাকিব

ঢাকা: আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।সেই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচ আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন সাকিব।

ম্যাচ শেষে সাকিবের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার মাহমুদ ও নাদির শাহ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান। পরে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয় ঢাকা ডায়নামাইটস অধিনায়ককে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রথম কোয়ালিফায়ারে খুলনাকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস। শুক্রবার সন্ধ্যায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!