• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাস্তির মুখে সাব্বির, এশিয়া কাপে খেলা নিয়ে সংশয়


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৮, ০৬:০০ পিএম
শাস্তির মুখে সাব্বির, এশিয়া কাপে খেলা নিয়ে সংশয়

ফাইল ছবি

ঢাকা: সময়টা একদমই ভাল যাচ্ছে না জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানের। ব্যাটে রান নেই, মেজাজও ভাল নেই, কিন্তু তাই বলে তো আর ভক্তদের সঙ্গে দুঃব্যবহার মোটেও কাম্য নয়। কারণ এই ভক্তরাই সমর্থন জানিয়ে গলা ফাটায়। তাছাড়া ভক্তদের সঙ্গে কেমন আচরণ করতে হবে সে বিষয়ে জাতীয় দলের খেলোয়াড়দের আচরণবিধি নির্দিষ্ট করা আছে। কিন্তু এসবের তোয়াক্কা করেন না সাব্বির।

গত বছরের ডিসেম্বরে রাজশাহীতে ঘরোয়া ক্রিকেটে এক কিশোরকে পিটিয়েছিলেন। এ ঘটনায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশপাশি ছয় মাস নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির। জরিমানা গুনতে হয়েছিল ২০ লাখ টাকা। এত বড় শাস্তি পাওয়ার পর সবাই ভেবেছিলেন সাব্বির নিজের ভুল-ত্রুটিগুলো শুধরে নেবেন। কিন্তু অনুতপ্ত হয়েছিলেন বলে প্রমাণ মিলছে না। আবারও একই ভুল করে বসলেন তিনি।

এবারই প্রথম নয়, ভুল আগেও করেছিলেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান। ১২ লাখ টাকা  জরিমানা গুনে পার পেয়েছিলেন। কিন্তু অনুতপ্ত হয়েছিলেন বলে প্রমাণ মিলছে না। যদি শিক্ষাটা কাজে লাগাতেন তাহলে অন্তত আবারও এমন কাণ্ড ঘটানে না। শোনা যাচ্ছে এবার বড় শাস্তিই পাচ্ছেন সাব্বির। বাংলাদেশের জাতীয় দলের এ তরুণ ক্রিকেটারের ব্যাপারে আবারও কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রতি ফেসবুকে দুই তরুণকে হুমকি দেয়ার অভিযোগ ওঠায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাব্বির। কঠিন শাস্তির আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। ফলে আসন্ন এশিয়া কাপে দলে থাকা নিয়েও সংশয় রয়েছে।  

এ প্রসংঙ্গে আকরাম বলেন, ‘নিঃসন্দেহে এ ধরণের সমালোচনার পর আমরা অ্যাকশনে যাবোই। আগে অনেকবার ক্রিকেট বোর্ড গিয়েছে। এবারও সেটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করবো। সিরিয়াস অ্যাকশনে যাবো। আমরা চাই না কারও জন্য বাংলাদেশ ক্রিকেটের বদনাম হোক।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সাব্বির সহজ একটি ক্যাচ হাতছাড়া করার পর ভক্তরা সমালোচনা করেন ফেসবুকে। পরে সাব্বির একটি ভিডিও মেসেজে এক তরুণকে হুমকি দেন। যদিও সাব্বির দাবি করেছেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল।

নারী কেলেঙ্কারি, দর্শককে গালি দেয়া, খেলার চলার সময়ই সাইডস্ক্রিনের পেছনে দর্শক পেটানোর মতো গুরুতর অভিযোগের পর জরিমানা, নিষেধাজ্ঞা, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াসহ সব ধরণের শাস্তিই পেয়েছেন সাব্বির। সেই রেশ না কাটতেই আবারও সমালোচনার মুখে ‘ব্যাডবয়’ তকমা পাওয়া এ ক্রিকেটার।

ক্রিকেটবোদ্ধারা মনে করেন সাব্বিরের খেলায় অবধারিতভাবেই এসব ঘটনার প্রভাব পড়ছে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে এই ব্যাটসম্যান করেছেন মাত্র ২৫ রান। পরে সুযোগ পাননি টি-টুয়েন্টি সিরিজে নামার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!