• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে আগুন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০১৮, ০৭:৩৩ পিএম
শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে আগুন

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ জুলাই) বিকেলে দোতলার ডিপার্চার টার্মিনালের ইমিগ্রেশনের সামনে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমানকর্মী জানান, বিকেলে হঠাৎ ইমিগ্রেশনের পাশে কয়েকটি কক্ষ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ সবাইকে টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেন। মুহূর্তের মধ্যে গোটা টার্মিনাল ফাঁকা হয়ে যায়। এ সময় হজযাত্রীসহ সিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার উৎসস্থল খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এখানে কোনো অগ্নিশিখা দেখা যায়নি। তবে প্রচুর পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা ধোঁয়ার সূত্রপাত খোঁজার চেষ্টা করছি।

তিনি বলেন, কী কারণে অগ্নিকাণ্ড হলো, তা এখনই বলা যাচ্ছে না। আমরা আপাতত আগুন নিয়ন্ত্রণের কাজ করছি। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু বলতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!