• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালাল ব্যাংকে মুদ্রাপাচার প্রতিরোধে কর্মশালা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০১৭, ০৪:৪৫ পিএম
শাহজালাল ব্যাংকে মুদ্রাপাচার প্রতিরোধে কর্মশালা

ঢাকা: বেসরকারি খাতের শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা ও বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী অ্যান্টি মানি লন্ডারিং( মুদ্রাপাচার প্রতিরোধ) বিষয়ে কর্মশালার আয়োজন করেছে। সম্প্রতি খুলনার একটি হোটেলে কর্মশালাটির আয়োজন করা হয়।

ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার(২৬ ডিসেম্বর) জানানো হয়েছে, খুলনা ও বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি ও বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এ.এন.এম. আবুল কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা এম. আখতার হোসেন বক্তব্য দেন। 

কর্মশালায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মো.খালিদ হোসেন উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষকরা। এসময়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!