• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ছুরিকাঘাতে আনসার সদস্যের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৬, ০৯:৩০ পিএম
শাহজালালে ছুরিকাঘাতে আনসার সদস্যের মৃত্যু

ঢাকা : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মীর ছুরিকাঘাতে সোহাগ আলী (৩২) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।পাওনা টাকা নিয়ে শিহাব (২৮) নামে ওই পরিচ্ছন্নতা কর্মী এ হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই আনসার সদস্য।

রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সোহাগ আলীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর বহির্গমন লাউঞ্জ এলাকায় আনসার সদস্য সোহাগকে জখম করেন এক নিরাপত্তাকর্মী। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় তিন নম্বর গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। তল্লাশিতে তাঁর কাছে ধারালো ছুরি পাওয়ায় প্রবেশে বাধা দেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত এক আনসার সদস্যকে ছুরি দিয়ে কোপাতে কোপাতে গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন ওই যুবক। এ সময় সেখানে দায়িত্বরত এপিবিএন ও আনসার সদস্যরা ওই যুবককে বাধা দিতে গেলে তাঁদেরও ছুরি দিয়ে আঘাত করেন তিনি । এ সময় ধারালো ছুরির আঘাতে এপিবিএন ও আনসার বাহিনীর চার সদস্য আহত হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার রুহুল আমিন সাগর বলেন, ‘সন্ধ্যা ৭টার কিছু আগে বিমানবন্দরে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী ছুরি নিয়ে বহির্গমন লাউঞ্জের গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দেন। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি টাকা-পয়সা লেনদেন নিয়ে তিনি এ হামলা চালিয়েছেন।’

এদিকে এ ঘটনায় আহত অপর আনসার সদস্য জিয়াউর ও হামলাকারী শিহাবকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্য পুলিশ সদস্যকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর বলেন, হামলাকারীর পরিচয় এখনো স্পষ্ট নয়। তবে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী এ হামলা চালিয়েছেন বলে শোনা যাচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, ওই যুবককে থামাতে গুলি ছোড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত যুবক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তাঁকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!