• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা!


বিশেষ প্রতিনিধি জুলাই ৬, ২০১৬, ১২:২৮ পিএম
শাহজালালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ঘোষণার পর বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার কনকর সেলে যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
 
মঙ্গলবার (৬ জুলাই) বিমানবন্দরের অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবেই দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের মুখপাত্র তানজিনা আক্তার।

বিমানবন্দর সূত্র জানায়, গুলশানে রেস্তোরাঁয় হামলার পরপরই শাহজালালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গুলশানে হামলার আগে বিমানবন্দরের ভেতর ৩০০ পুলিশ সদস্য নিরাপত্তা দিলেও বর্তমানে এই সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
 
নিরাপত্তার কাজে বাড়তি যোগ হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। ঈদ উপলক্ষে বিমানবন্দরের কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!