• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুই দফা অভিযানে ১৪ কেজি সোনা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২, ২০১৬, ১২:১৭ পিএম
শাহজালালে দুই দফা অভিযানে ১৪ কেজি সোনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুই দফা অভিযানে মোট ১৪ কেজি ৬০০ গ্রাম সোনা আটক করেছে করেছে শুল্ক কর্তৃপক্ষ। এরমধ্যে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ১৪ কেজি ১০০ গ্রাম, আর বুধবার সকালে আরও ৫০০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

বুধবার (২ নভেম্বর) ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গার্মেন্টস পণ‌্যের ঘোষণা দিয়ে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই চালান ঢাকায় আসে। পরে বিমানবন্দরে কার্গো রাখার জায়গা থেকে চালানের ভেতরে লুকানো সোনার বার ও চেইন পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধার করা ১৩টি সোনার বারের প্রতিটির ওজন এক কেজি করে। এছাড়া পাওয়া গেছে একশ গ্রাম করে ওজনের পাঁচটি সোনার বিস্কুট এবং ৬০০ গ্রাম ওজনের সোনার গয়না। উদ্ধার করা এই সোনার দাম আনুমানিক সাত কোটি টাকা বলে জানান তিনি।

সহকারী কমিশনার বলেন, কারা মিথ‌্যা ঘোষণায় সোনাগুলো পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!