• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিদেশি সিগারেটসহ আটক ২


বিশেষ প্রতিনিধি এপ্রিল ২৮, ২০১৭, ০৯:২৯ পিএম
শাহজালালে বিদেশি সিগারেটসহ আটক ২

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬৫ কার্টন বিদেশি সিগারেটসহ রোকনুজ্জামান ও আব্দুল্লাহ আল মামুন নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)।

উদ্ধার হওয়া বিদেশি সিগারেটের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

এএপির সিনিয়র এএসপি জিয়াউল হক জিয়া জানান, শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে মালয়েশিয়া থেকে রোকনুজ্জামান নামে এক যাত্রী বিমানবন্দরে এসে অবতরণ করেন। পরে তিনি বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নজরে পড়ে। তার গতিবিধি সন্দেহজনক হলে এপিবিএন-এর সদস্যরা তাকে আটক করেন।

পরে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ তল্লাশি করে ৪২ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। প্রায় একই সময়ে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া ফ্লাইটের যাত্রী আরুল্লাহ আল মামুন ঢাকায় আসেন। তার ব্যাগ ও লাগেজ তল্লাশি করে ২১৭ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট পাওয়া যায়।

তিনি আরো জানান, এয়ারপোর্ট আর্মড পুলিশের দেয়া তথ্য মতে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে একযাত্রীর কাছ থেকে প্রায় ৬৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইচএম

Wordbridge School
Link copied!