• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিপুল পরিমাণ স্মার্ট ফোন জব্দ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৭, ০৩:৫৫ পিএম
শাহজালালে বিপুল পরিমাণ স্মার্ট ফোন জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ স্মার্ট ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

রোববার (২২ জানুয়ারি) শাহজালালে অভিযান চালিয়ে আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের এসব মোবাইল সেট জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, অবৈধ উপায়ে এসব ফোন সেট আমদানি করেছেন চীন থেকে আসা মাজহারুল ইসলাম রোমান (পাসপোর্ট নং- BF 0264816) নামের এক যাত্রী। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট নং সিজেড ৩৯১ এ করে আনুমানিক ১১ টায় দুইটি লাগেজে করে মোট ১৬টি কালো পলিথিনে মোড়ানো এসব মালামাল নিয়ে তিনি বিমানবন্দরে নামেন। জব্দ করা এসব ফোন সেটগুলো বিভিন্ন ব্রান্ডের। এর মধ্যে আসুস - ৩০টি, কার্বন- ৮২ টি, হুয়াই- ১৬৩টি, ফ্যান্টম (রিভু) - ১০টি, সনি এক্সপেরিয়া- ৩০টি, আইফোন সিক্স প্লাস-১০টি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, যাত্রী মোহাম্মাদ মাজহারুল ইসলাম রোমান কাস্টমস হলের দুই নং বেল্ট হতে লাগেজ সংগ্রহ করে কোন ধরনের ঘোষণা ও শুল্ককর পরিশোধ ব্যতিরেকে গ্রিন চ্যানেল অতিক্রম করেন। এ সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস হলে নিয়ে এলে তার লাগেজ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। বর্তমান বাজারে যার মূল্য প্রায় প্রায় ১ কোটি টাকা।

আটক এসব পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এর আগে গতকাল শনিবার (২১ জানুয়ারি) শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে শাহজালাল থেকে ১৪,৯০০ নকল মোবাইল সেট জব্দ করে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইউ

Wordbridge School
Link copied!