• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালালে শুরু হয়েছে বিমান চলাচল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০১৭, ১১:৪৪ এএম
শাহজালালে শুরু হয়েছে বিমান চলাচল

ঢাকা: প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যথারীতি বিমান চলাচল শুরু হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পরপর তিনটি ফ্লাইট অবতরণ করেছে।

সাড়ে তিন ঘণ্টা পর রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

দিনের প্রথম তিনটি ফ্লাইট হলো- দাম্মাম থেকে বাংলাদেশের বিমানের বিজি০৫০ ফ্লাইটটি অবতরণ করে। তারপর দোহা থেকে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইট অবতরণ করে। এর কিছুক্ষণ পর কুয়েত থেকে বাংলাদেশ বিমানের বিজি ০৪৪ ফ্লাইট অবতরণ করে। 

সিভিল এভিয়েশনের ডিউটি অফিসার ফরিদউদ্দিন আহমেদ ফ্লাইট অবতরণের বিষয়টি জানান, রোববার সকাল ৭টার পর থেকে ঘন কুয়াশার কারণে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ বা এখান থেকে উড্ডয়ন করতে পারেনি। 

এর আগে গত ২৯ নভেম্বর একই কারণে সকাল ১১টা পর্যন্ত ঢাকায় বন্ধ ছিল প্লেন চলাচল।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!