• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে সিটি ব্যাংকের ১ লাখ এটিএম কার্ড জব্দ


বিশেষ প্রতিনিধি জুন ২৮, ২০১৬, ০৭:৩৯ পিএম
শাহজালালে সিটি ব্যাংকের ১ লাখ এটিএম কার্ড জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিটি ব্যাংকের ১ লাখ পিস ভুয়া এটিএম কার্ড জব্দ করছে ঢাকা কাস্টমস হাউজের (ডিসিএইচ) কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টায় বিমানবন্দরের কার্গো ভিলেজের ২ নম্বর গেট থেকে এসব কার্ড জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রেজাউল করিম হিল্লোল বলেন, গত ২৬ জুন সিঙ্গাপুর থেকে অবৈধভাবে আনা সিটি ব্যাংকের কিছু এটিএম কার্ড কার্গো ভিলেজের ২ নম্বর গেট দিয়ে বিনা শুল্কে পাচার করা হচ্ছিল। পরে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ২ নম্বর গেট থেকে সিটি ব্যাংকের ১ লাখ পিস এটিএম কার্ড জব্দ করা হয়।

তবে অভিযান টের পেয়ে পাচারকারি পালিয়ে যায়। জব্দ করা এটিএম কার্ডগুলোর কোন বৈধ কাগজপত্র নেই। আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানাও নেই। ধারণা করা হচ্ছে এগুলো ভুয়া এটিএম কার্ড। পাচারকারিদের সনাক্ত করতে মাঠে কাজ করছে প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!