• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৪:৪৩ পিএম
শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসকিউ ৪৪৬ বিমানের একটি ফ্লাইট থেকে সোয়া কোটি টাকার ২৫ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে স্বর্ণের এই চালান আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে সিঙ্গাপুর থেকে রাত ১০.৪০ মিনিটে আগত  এসকিউ ৪৪৬ বিমানে করে স্বর্ণ এসেছে এবং তা জিপারের প্যাকেটে লুকায়িত অবস্থায় কার্গো শাখায় আছে।

পরে প্যাকেটগুলো জব্দ করে দুই কেজি ৫০০ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। জব্দ করা স্বর্ণের ওজন দুই কেজি ৫০০ গ্রাম। এর মূল্য প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!