• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে ১০ স্বর্ণের বার উদ্ধার


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০১৬, ০৫:১৫ পিএম
শাহজালালে ১০ স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ দিয়ে এক কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

মঙ্গলবার (৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, মালয়েশিয়া থেকে এমএইচ-১৯৬ ফ্লাইটে করে খোরশেদ আলম নামে ওই যাত্রী বিমানবন্দরে পৌছেন। তার বাবার নাম মন্জু মিয়া এবং তার বাড়ি কুমিল্লার বুড়িচং। তার পাসপোর্ট নম্বর-BF 0996850। বিমানবন্দরে পৌছানোর পর কাস্টমস হলের সামনে আটক খোরশেদের আনমনে ঘোরাঘুরি দেখে শুল্ক কর্মকর্তারা তার কাছে শুল্কযোগ্য কোনো পণ্য আছে কি না জানতে চাইলে তিনি রেগে যান। গোয়েন্দা কর্মকর্তাদের নাম, পদবী জানতে চেয়ে দেখে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তি এক সপ্তাহ আগে থেকেই নজরদারিতে ছিলেন। এর আগেও কয়েকবার বিদেশ গিয়েছেন। মেটাল ডিটেক্টর দিয়ে ওই যাত্রীর তলপেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে এক নম্বর টয়লেটে সকলের উপস্থিতিতে স্বর্ণগুলো তার পায়ুপথ দিয়ে বের করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। সোনা চোরাচালানের অভিযোগে খোরশেদকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!