• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৩ কার্টন হার্ডডিস্ক জব্দ


বিশেষ প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০১৬, ০২:২৯ পিএম
শাহজালালে ৩ কার্টন হার্ডডিস্ক জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোস্টাল পার্সেলে আনা তিন কার্টন  কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা।

মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ওই পণ্য বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরে অভিযান চালিয়ে  জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, পোস্টাল পার্সেলে মিথ্যা ঘোষণায় মোট ৮৫ পিস হার্ডডিস্ক আমদানি করা হয়, যা কম্পিউটার পার্টস ঘোষণায় আমদানি করা হয়।

বিমানবন্দরের পোস্টাল সরটিং সেন্টারের ইএমএস নং i) EA 269010232HK ii) EA269010229 HK  iii) EA269010246 এর মাধ্যমে তিনটি পার্সেলে এগুলো আনা হয়। আমদানিকারক মতিঝিলের ম্যাকরন সোরসিং।

সূত্র আরো জানায়, আমদানি নীতি আদেশের আমদানিনিষিদ্ধ পণ্যের তালিকার ফুটনোট অনুযায়ী, পুরাতন ও ব্যবহৃত হার্ডডিস্ক আমদানিনিষিদ্ধ।  পণ্য চালানটির বাজারমূল্য  ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানিনিষিদ্ধ পণ্য আমদানি করায় আমদানিকারকের বিরুদ্ধে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
  
সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!