• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৮৮৭ কার্টন সিগারেট জব্দ


বিশেষ প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০১৬, ০২:১৯ পিএম
শাহজালালে ৮৮৭ কার্টন সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের পরিমাণ ১ লাখ ৭৭ হাজার ৪০০ শলাকা। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর ব্যাগেজ বেল্টের কাছে ট্রলির ওপর পরিত্যক্ত অবস্থায় এ সিগারেটগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বিমানবন্দরের ৫ থেকে ৮ নম্বর বেল্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। শুল্ক গোয়েন্দাদের সতর্ক নজরদারি টের পেয়ে ৫ নম্বর ব্যাগেজ বেল্টের কাছে ট্রলির ওপর সিগারেটগুলো ফেলে যায় এর বাহক। 

পরে পরিত্যক্ত অবস্থায় ৮৮৭ কার্টন সিগারেট জব্দ করা হয়। কার্টনগুলোতে ১ লাখ ৭৭ হাজার ৪০০ শলাকা সিগারেট রয়েছে। 

ড. মইনুল খান জানান, জব্দ হওয়া সিগারেটগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের বেনসন হেজেস, আমেরিকার তৈরি ৩০৩ ও কোরিয়ার তৈরি ইজি ব্র্যান্ডের সিগারেট। আটক সিগারেটের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
  
সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!