• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহরিয়ার-মাসুদের রেকর্ড ভাঙলেন মাহমুদউল্লাহ-ইমরুল


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০১:০৮ পিএম
শাহরিয়ার-মাসুদের রেকর্ড ভাঙলেন মাহমুদউল্লাহ-ইমরুল

ছবি: সংগৃহীত

ঢাকা: ওপেনিংয়ে গলদটা রয়েই গেল। আন্তর্জাতিক ক্রিকেটের ভারত্ব নাজমুল হোসেন শান্ত বুঝতেই পারছেন না। ব্যর্থ মোহাম্মদ মিঠুনও। লিটন দাস ভালো শুরু করেও অযথাই শট খেলতে গেলেন। এরপর বাংলাদেশের ইনিংসে যেটা হলো তারপর আর কারও সাহস হচ্ছিল না এ ম্যাচ বাংলাদেশ জিততে পারে। সাকিব আল হাসান রান আউট।

একই পরিণত হলো মুশফিকুর রহীমেরও। মানে ৮৭ রানে ৫ উইকেট নেই। তখন মনে হচ্ছিল, বাংলাদেশ দেড় শ’র গণ্ডিও পেরোতে পারবে না। কিন্তু মাহমুদউল্লাহ-ইমরুল কায়েস ষষ্ঠ উইকেট জুটিতে অবিশ্বাস্যভাবে বাংলাদেশকে ভরসা দিলেন। ষষ্ঠ উইকেটে তুললেন ১২৮ রান।

বাংলাদেশকে ম্যাচে ফেরানো সেই লড়াইয়ের মধ্যেই ১৯ বছরের একটা রেকর্ডও ভেঙেছেন মাহমুদউল্লাহ-ইমরুল।  এখন ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

৯৬ রানে ৫ উইকেট হারানোর পর সেদিন আল শাহরিয়ার ও খালেদ মাসুদ ষষ্ঠ উইকেটে যে লড়াইটা চালান, সেটি দলকে দুর্দান্ত কোনও জয় এনে দেয়নি। শুধুই হারের ব্যবধান কমিয়েছিল। ১৯৯৯ সালের অক্টোবরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশকে ২৯৩ রান লক্ষ্য দেয় ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের লক্ষ্যটা আরও বিশাল হয়ে যায় ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে শাহরিয়ার-মাসুদের ১২৩ রানের সৌজন্যে পুরো ৫০ ওভার খেলে ৫ উইকেটে ২১৯ করতে পারে বাংলাদেশ।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!