• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহাদাত দম্পতির নির্যাতন মামলার রায় ৬ নভেম্বর


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০১৬, ০১:৩৮ পিএম
শাহাদাত দম্পতির নির্যাতন মামলার রায় ৬ নভেম্বর

ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যের বিরুদ্ধে করা গৃহকর্মী নির্যাতন মামলার রায় আগামী ৬ নভেম্বর ধার্য করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল রায়ের জন্য এ দিন ধার্য করেন।

গত বছর ৬ সেপ্টেম্বর রাজধানীর কালশী এলাকা থেকে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের এক শিশুকে উদ্ধার করে পুলিশ। শিশুটি ক্রিকেটার শাহাদাতের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। বিষয়টি জানাজানি হতেই বাসা ছেড়ে পালিয়ে যান শাহাদাত দম্পতি। এ ঘটনায় ওইদিন রাতেই খন্দকার মোজাম্মেল হক নামে এক সাংবাদিক বাদী হয়ে শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গত বছর ৩ অক্টোবর মালিবাগ থেকে জেসমিন আক্তার নিত্যকে গ্রেফতার করে পুলিশ। এর ঠিক দুদিন পর ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন শাহাদাত। বর্তমানে শাহাদাত ও নিত্য উভয়েই জামিনে রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!