• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও এলএলসি’র চুক্তি স্বাক্ষর


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০১৭, ০৩:১৯ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও এলএলসি’র চুক্তি স্বাক্ষর

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ট্রান্সফাষ্ট রেমিটেন্স এলএলসি, মারকিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি রেমিটেন্স চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির আওতায় বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীরা তাদের অর্থ এখন থেকে সহজে, দ্রুত ও নিরাপদে ইলেক্ট্রনিক রেমিটেন্স পদ্ধতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দেশব্যাপী সব শাখার মাধ্যমে তাদের সুবিধাভোগীদের কাছে পাঠাতে পারবেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন ও ট্রান্সফাষ্ট রেমিটেন্স এলএলসি’র কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ খাইরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ ও ট্রান্সফাষ্ট রেমিটেন্স এল.এল.সি এর শারমিন আরা রাশিদ, নেটওয়ার্ক ডেভলপমেন্ট, রোকসান্দা হোসেন, মার্কেটিং এবং ব্রান্ডিং, মোল্লা ইয়াসির আরাফাত, বিজনেস ডেভলপমেন্ট এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!