• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি হলেন কামরুল হাসান


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০১৮, ০৫:৩৮ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি হলেন কামরুল হাসান

ঢাকা: দেশের বেসরকারি খাতের শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) হিসেবে চাকরিতে যোগ দিয়েছেন মিঞা কামরুল হাসান চৌধুরী। তিনি এর আগে একই পদে ব্যাংক এশিয়ায় ছিলেন।

রোববার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে শাহ্জালাল ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানে হয়।

কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে। কর্মময় জীবনে তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কেন্দ্রীয় ব্যাংকে থাকাকালীন সময়ে তিনি পাবলিক একাউন্টস ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট, প্রবলেম ব্যাংক মনিটরিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব ব্যাংকিং ইন্সপেকশন (ফরেইন ব্যাংক ডিভিশন) এবং ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেমস ইত্যাদি বিভাগে কাজ করেন।

২০০৮ সালে তিনি বাংলাদেশ ব্যাংক ছেড়ে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন।

পেশাগত জীবনে তিনি আমেরিকা, জার্মানী, মালয়েশিয়া এবং ভারতসহ দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

সোনালীনিউজ/তালেব

Wordbridge School
Link copied!