• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সঙ্গে সিং হেল্থ’র সেবা চুক্তি


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০১৮, ০৬:২১ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সঙ্গে সিং হেল্থ’র সেবা চুক্তি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ড হোল্ডারগণ সিঙ্গাপুর হেল্থ সার্ভিস বাংলাদেশ এর প্রতিনিধি মেডিকনসাল্ট এর মাধ্যমে বিশেষ সেবা ও ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের লক্ষ্যে সিঙ্গাপুর হেল্থ সার্ভিস (সিং হেল্থ) বাংলাদেশ এর প্রতিনিধি মেডিকনসাল্ট অ্যাসোসিয়েট ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

রোববার (১৫ জুলাই) শাহ্জালাল ইসলামী লিমিটেড এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তি ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ড হোল্ডারগণ সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, ন্যাশনাল ক্যন্সার সেন্টার সিঙ্গাপুর, ন্যাশনাল হার্ট সেন্টার সিঙ্গাপুর, ন্যাশনাল নিউরোসাইন্স ইন্সটিটিউট সিঙ্গাপুর, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার-এ বিশেষ সেবা ও ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন এবং মেডিকনসাল্ট অ্যাসোসিয়েট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ, আব্দুল আজিজ, মুস্তাক আহমেদ, মিয়া কামরুল হাসান চৌধুরী, এসইভিপি মো. নাজিমউদ্দৌলা, এসইভিপি ও আইটি বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, এসইভিপি মো. মাহমুদুল হক, ইভিপি মো. আশফাকুল হক, এসভিপি মো. নকিবুল ইসলাম, এসভিপি ও জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা, সিএফও জাফর ছাদেক, এডিসি (কার্ড) প্রধান মো. ফকরুল ইসলাম, ডা. চং টিটি ভাছকুলার সার্জন (সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল),  মি. ওয়েন সিনিয়র কো-অর্ডিনেটর (সিংহেল্থ গ্রুপ, সিঙ্গাপুর), রিয়াদ কবির ব্যবস্থাপক, পেশেন্ট কেয়ার অ্যান্ড ভিসা অ্যাসিসট্যান্স, মেডিকনসাল্টসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোনালীনিউজ/এমএইচএম   

Wordbridge School
Link copied!