• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষক সংকটে বন্ধের পথে প্রাথমিক বিদ্যালয়


মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৫:৩৯ পিএম
শিক্ষক সংকটে বন্ধের পথে প্রাথমিক বিদ্যালয়

মোরেলগঞ্জ (বাগেরহাট): জেলার মোরেলগঞ্জের দক্ষিণ হোগলাবুনিয়া সুরাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে গেল পিএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশ নেয়নি এ বিদ্যালয় থেকে। একজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের শিক্ষা নামের বাতিটি জ্বালিয়ে রাখা হয়েছে মাত্র। নেই শিক্ষার্থীদের জন্য বিস্কুট। নেই কোন সরকারী অনুদান।

সরকার সারাদেশে বিদ্যালয়বিহীন এলাকায় ১৫শ’ প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়। ৭০ লাখ ২৯ হাজার ৮শ’ ১৮ টাকা ব্যায়ে ৪তলা ফাউন্ডেশনসহ একতলা বিদ্যালয়ের এ ভবন নির্মিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে এলজিইডি বাস্তবায়নে ২০১৫ সালের ৪এপ্রিল বাগেরাহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এ বিদ্যালয়ের উদ্ধোধন করেন। উদ্ধোধনের প্রায় দুই বছরের মধ্যে উপজেলা শিক্ষা দপ্তর থেকে কোন শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। যার কারণে বিদ্যালয়টি ছিল শিক্ষার্থী শূণ্য। এনিয়ে অনেক তোড়জোরের পর চলতি বছরের ১ জানুয়ারীতে একজন শিক্ষক নিয়োগ দেয়া হয় এ বিদ্যালয়টিতে।

বিদ্যায়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হারুন-অর-রশিদ জানান, বিদ্যালয়ের লেখাপড়ার দৈন্য দশার কারণে নিজের অর্থায়নে একজন শিক্ষিকাকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষক সংকটের কারণে এলাকার শিক্ষার্থীরা দুই কিলোমিটার দূরের বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিস্কুট বরাদ্ধ না থাকায় যে কয়েকজন শিক্ষার্থী রয়েছে তাও যাওয়ার উপক্রম।

স্থানীয় ইউপি সদস্যা জানান, সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছাতে সরকারের দৃঢ় পদক্ষেপ থাকলেও এ বিদ্যালয়টি শিক্ষকের অভাবে বন্ধ হবে এটা অত্যন্ত দুঃখজনক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, শিক্ষক সংকটের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে অনতিবিলম্বে ওই বিদ্যালয়ের সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!