• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ পাঁচদফা দাবিতে সভা


চুয়াডাঙ্গা প্রতিনিধি মে ২৬, ২০১৭, ০২:৫৭ পিএম
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ পাঁচদফা দাবিতে সভা

চুয়াডাঙ্গা : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ পাঁচদফা দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ মে) বেলা ১০ টায়  চুয়াডাঙ্গা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে  স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ চুয়াডাঙ্গা জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

স্বাশিপ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব রাশিদুল ইসলাম  । প্রধান অতিথির বক্তব্য দেন , চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ  সোলায়মান হক জোয়ার্দ্দার। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগার টগর।  প্রধান বক্তা ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাজাহান আলম সাজু ।

অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক টিএম জাকির হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।

প্রধান অতিথি বলেন, শিক্ষক-কর্মচারীদের  পাঁচদফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে জানাবেন এবং এজন্য জেলার দুই সাংসদ মিলে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

দাবিসমুহ, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বৈশাখী ভাতা প্রদান এবং ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তিকরণ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!