• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার মানের অবনতি ঘটাচ্ছে সরকার


নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০১৭, ০৬:৪০ পিএম
শিক্ষার মানের অবনতি ঘটাচ্ছে সরকার

ঢাকা: বর্তমান সরকার নিজেদের আত্মতুষ্টির জন্য পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়িয়ে দিচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এভাবে মূলত শিক্ষার মানের অবনতি ঘটানো হচ্ছে। পদদলিত করা হচ্ছে শিক্ষার মৌলিক লক্ষ্যকে।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত শিক্ষা বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘আত্মতুষ্টির জন্য পাসের হার বাড়ানোয় আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।

শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিএনপির নিজস্ব চিন্তা ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব, যাতে শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের হাতিয়ার হবে না, হবে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার হাতিয়ার।

বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!