• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধন


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানুয়ারি ১২, ২০১৭, ০৫:২০ পিএম
শিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা শহরে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মাদকবিরোধী অভিযান ও প্রচার মাস জানুয়ারি-২০১৭’ উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস।

মানবন্ধনে জেলা শহরের বিভিন্ন স্কুলের কয়েকশ’ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ব্যানার ও প্লে-কার্ড নিয়ে অংশগ্রহণ করে। পরে মানববন্ধন শেষে স্থানীয় পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. বাহাউদ্দিন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!