• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের সমাবেশে আসতে বাধ্য করা হচ্ছে


নিজস্ব প্রতিবেক নভেম্বর ১৮, ২০১৭, ০৩:১১ পিএম
শিক্ষার্থীদের সমাবেশে আসতে বাধ্য করা হচ্ছে

ঢাকা: নাগরিক সমাবেশের নামে রাজনৈতিক সমাবেশে স্কুল-কলেজের কোমলমতি কিশোরদের আসতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেখানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়নে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে ক্ষমতাসীনরা রাজনৈতিক সমাবেশ করছে। লোকজনকে বাধ্য করে সমাবেশে আনা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সমাবেশ করবেন ভালো কথা, আনন্দের কথা। আওয়ামী লীগের সমাবেশে বিএনপির আপত্তি নাই। কিন্তু আপনারা কী করছেন? সমাবেশে আসতে বাধ্য করছেন স্কুল-কলেজের কোমলমতি কিশোরদের। শুধু তাই নয় সমাবেশে আসতে চিঠি দেয়া হয়েছে ব্যাংকসহ বিভিন্ন কর্পোরেট অফিসেও।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!