• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীরা কাঁদলেন এবং কাঁদালেন


কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০৪:৫৬ পিএম
শিক্ষার্থীরা কাঁদলেন এবং কাঁদালেন

পরম শ্রদ্ধাও ভালোবাসায় পিতা-মাতার পা ধুয়ে দিচ্ছেন তাদের সন্তানরা। এসময় উপস্থিত সবাই কাঁদেন

গোপালগঞ্জ : ‘গুরুজনে কর নতি’ এই শ্লোগানকে বুকে ধারণ করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রায় ৩শ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের পিতা-মাতার পা ধুয়ে দেয়।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৯ মিনিটে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক সঙ্গে গুরুজনদের এ পা ধোয়া বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান রামশীল ইউনিয়ন মহাবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিতা-মাতার প্রতি ভক্তিপূর্ণ এ বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জয়দেব বালাসহ শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এস এম মাহফুজুর রহমান অনুষ্ঠানটির উদ্বোধন করার সঙ্গে সঙ্গে উপস্থিত শিক্ষার্থীরা তাদের পিতা-মাতার চরণ ধুয়ে মুছে সাফ করে দেয়। পিতা-মাতারা তখন সন্তানদের মাথায় হাত রেখে আর্শিবাদ করেন। তখন সন্তান ও পিতা-মাতারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁন্নায় ভেঙ্গে পড়েন। উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ কেঁদে ফেলেন।

শিক্ষার্থীরা মা-বাবার পা ধুয়ে তাদের গলায় ফুলের মালা পড়িয়ে দেন। এসময় সেখানে আবেগঘন পরিস্তিতি তৈরি হয়।

অপরদিকে রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের পিতা-মাতার পা ধুয়ে ফুলের মালা গুরুজনদের গলায় পড়িয়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, এ ধরণের অনুষ্ঠানে পিতা-মাতা ও গুরুজনদের প্রতি সন্তান এবং শিক্ষার্থীদের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাবে। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের অনুষ্ঠান বেশী বেশী করা প্রয়োজন।

রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সরকার বলেন, আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে এই প্রথম এ ধরণের অনুষ্ঠান দেখলাম। আগামী প্রজন্মের কাছে এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা বলেন, এ ধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করায় আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!