• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিগগির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বসবেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৩১, ২০১৬, ০১:৪১ পিএম
শিগগির গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বসবেন ট্রাম্প

বর্তমান মার্কিন প্রশাসন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার পর ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের ম্যানেজার কোনওয়ে কেলিঅ্যানের মতে, ট্রাম্পকে কোণঠাসা করতেই রুশ কূটনীতিকদের বহিষ্কার করেন ওবামা। এ ছাড়া সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ম্যাককোনেল, প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানসহ আরো কয়েকজন রিপাবলিকান সদস্য ওবামা প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় এবং শিগগিরই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় আরো যুক্ত হয়েছে নিউইয়র্ক ও ম্যারিল্যান্ডে দুটি রুশ স্থাপনা। যা মার্কিন কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, রুশ স্থাপনা দুটি গোয়েন্দা তথ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আর মস্কোতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের হয়রানির বিরুদ্ধেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৯টি সংস্থা ও ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ওই মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এসেছে দেশটির রিপাবলিকান পার্টি ও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের ম্যানেজারের দায়িত্ব পালন করা কোনওয়ে কেলিঅ্যান মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, এমনকি অনেক বিষয়ে যারা প্রেসিডেন্ট ওবামার প্রতি সহানুভূতিশীল তারাও বলবেন, আজ তিনি যা করেছেন, তা কেবল ট্রাম্পকে ‘কোণঠাসা’ করার জন্যই করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ অথবা ডেমোক্র্যাট পার্টি ও হিলারি শিবিরের ই-মেইল হ্যাক করার সঙ্গে রুশ কর্তৃপক্ষের কোনো সংযোগ রয়েছে, এমনটা আমি মনে করি না।’
এক লিখিত প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আরো বড় ও ভালো কিছুর দিকে আমাদের দেশের এগিয়ে যাওয়ার সময় এখন। তথাপি, আমাদের দেশ ও দেশের মানুষের স্বার্থে এই পরিস্থিতির (নিষেধাজ্ঞা) সর্বশেষ অবস্থা জানতে আগামী সপ্তাহে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব।’ সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা ম্যাককোনেল এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়া যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, সেখানে মার্কিন প্রশাসন প্রতিনিয়ত বন্ধুদের হারাচ্ছে।’

প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান এক বিবৃতিতে বলেন, ‘আট বছর ধরে রাশিয়ার সঙ্গে যে ব্যর্থ নীতি চলে আসছে, এটাই তার কাঙ্খিত সমাপ্তি।’ এ ছাড়া জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনসহ আরো কয়েকজন নেতা মার্কিন প্রশাসনের বহিষ্কারাদেশের তীব্র সমালোচনা করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!