• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিগগিরিই বৃহত্তর ফরিদপুরকে পদ্মা বিভাগ ঘোষণা হবে


রাজবাড়ী প্রতিনিধি নভেম্বর ২৩, ২০১৭, ০৮:০১ পিএম
শিগগিরিই বৃহত্তর ফরিদপুরকে পদ্মা বিভাগ ঘোষণা হবে

রাজবাড়ী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শিগগিরিই বৃহত্তর ফরিদপুরকে পদ্মা বিভাগ নামে ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন। তিনি বলেন, এ ঘোষণা নির্বাচনের আগেই আসতে পারে।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রথমে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছিলাম। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার অপেক্ষায় ছিলাম। প্রধানমন্ত্রী বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রোহিঙ্গাদের প্রবেশের নির্দেশ দেন।

আসাদুজ্জামান খান বলেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের রক্ত দিয়ে, জীবন দিয়ে নিরাপত্তা রক্ষা করছে। রাজদানীর হলি আর্টিজান, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহসহ বিভিন্ন স্থানে এর প্রমাণ দেখেছেন দেশের জনগণ।’

রাজবাড়ী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী রোজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!