• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিপিং কর্পোরেশন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০১৬, ০২:০৭ পিএম
শিপিং কর্পোরেশন আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

আজ সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ১৯৭০ সালে রাষ্ট্রপতির আদেশে শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বেসামরিক ও সামরিক শাসনামলে এই আদেশে বেশ কিছু সংশোধনী আনা হয়।
 
তিনি বলেন, এখন বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই মূল ইংরেজি আইনটি বাংলায় অনুবাদ করা হয়েছে।
 
আজকের বৈঠকে এ বছরের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন (এপ্রিল-জুন) পর্যালোচনা করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!