• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০২:২৬ পিএম
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার অহেদপুর সীমান্তে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিএসএফের গুলিতে মাসুদ রানা (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় নিহতের সাথে থাকা কালাম (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত মাসুদ ও আহত কালাম পাঁকা ইউনিয়নের বগলাউড়ি গ্রামের বাসিন্দা। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানায়, গত রাত ১২টার দিকে বাংলাদেশের সীমান্ত পিলার ১৩/২এস এর বিপরীতে ভারতের অভ্যান্তরে বাংলাদেশি সীমান্ত থেকে ২ কিলোমিটার ভারতের অভ্যান্তরে চাঁদনীচক বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছুড়লে ঘটনাস্থলেই মাসুদ মারা যায় এবং আহত কালাম নদী দিয়ে সাঁতার কেটে বাংলাদেশে এসে আত্মগোপন করে।

এ ব্যাপারে অহেদপুর ক্যাম্পের হাবিলদার বাদল কিছুই জানেন না বলে জানালেও চাঁপাইনবাবগঞ্জ ৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস. এম আবুল এহসান জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির মাধ্যমে বিষয়টির খোঁজ নেয়া হয়েছে। এখন পর্যন্ত এ ধরনের কোন ঘটনার খবর পাওয়া যায়নি। বিষয়টির ব্যাপারে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

তবে বাংলাদেশি সীমান্তের ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে ভারতীয় ভূখন্ডে এ ধরনের ঘটনার কথা শুনেছেন, তবে এখনও নিশ্চিত নয়। ওই পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ভারতীয় বিএসএফের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!