• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে কনের মা ও চাচার জেল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৬:৩০ পিএম
শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে কনের মা ও চাচার জেল

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় বেড়েই চলেছে বাল্য বিবাহ। চলতি মাসেই শিবগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের ঘটনায় কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হলেও আড়ালে আবডালে গোপনে বাল্য বিবাহের ঘটনা যেন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল পারঘোড়াপাখিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফাহমিদা খাতুন (১৪)।

ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে ফাহমিদা খাতুনের সাথে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একই ইউনিয়নের রশিকনগর গ্রামের ইসলামের ছেলে শিশির আহমেদের বিয়ের সব আয়োজন যখন সম্পন্ন ঠিক তখন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম সেখানে হাজির হয়ে বাল্যবিয়ের দায়ে কনের মা তাসলিমা বেগম ও কনের চাচা আবদুল কাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!